ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রীকে মারপিট করতে নিষেধ করায় বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটয়ে হত্যা, ছোটভাই আটক

স্ত্রীকে মারপিট করতে নিষেধ করায় বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটয়ে হত্যা, ছোটভাই আটক

পাবনা প্রতিনিধি : স্ত্রীকে মারপিট করতে নিষেধ করায় বড় ভাই আব্দুল ওহাব মন্ডলকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই আরব মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ওহাব মন্ডলের। এর আগে দিবাগত রাত ৩টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল নিহতের সহোদর ছোট ভাই। তিনি গত ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত ৩টার দিকে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বেধরক মারপিট করতে থাকে।

এসময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করলে তাকেও মারপিট শুরু করে ছোট ভাই। এরপর বড় ভাই দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ছোট ভাই বাড়ির পাশে মাঠের মধ্যে গিয়ে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনার পর এলাকাবাসী ছোট ভাই আরব আলীকে আটক করে পুলিশে দিয়েছে।

আরও পড়ুন

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরব মন্ডলকে আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার