ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এতে ঘটেছে হতাহতের ঘটনাও।

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় এক শিশু কমপক্ষে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের একটি বিবৃতি উদ্ধৃত করে দ্য ডন বলেছে, ‘কাপুরুষোচিত’ এই হামলায় এখন পর্যন্ত এক নিষ্পাপ শিশু শহীদ হয়েছে এবং একজন নারী এবং একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।
 
তবে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশুর শহীদ হওয়ার এবং ১২ জন আহত হওয়ার তথ্য আছে... কোটলিতে দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।’ 
 
তিনি জানান, কোটলি, বাহওয়ালপুর এবং মুজাফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। 
 
স্থানীয় সময় রাত ১টার দিকে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে, শত্রু ভারত বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশপথ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে।
 
যদিও পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে ভারত।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই প্লেন

পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

ভারতে পাকিস্তানের পাল্টা হামলা

ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার