ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা ডিবি বগুড়ার বিশেষ অভিযানে ডাকাতি হওয়া একটি ট্রাক ও ৪০ ড্রামে থাকা ৭ হাজার ৪শ’ লিটার মীর বনসপাতি পাম তেল উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, ডিবি বগুড়ার একটি টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড় ফ্লাইওভারে নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি খালি ট্রাক উদ্ধার করে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার পেরিরহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পেরিরহাট বাজারস্থ পলাতক আসামি রুবেলের ভাড়াকৃত একটি গোডাউন থেকে ডাকাতি হওয়া ৪০ ড্রাম (অনুমান ৭ হাজান ৪শ’ লিটার) মীর বনসপাতি পাম তেল উদ্ধার করা হয়।

বগুড়া ডিবি’র ওসি ইকবাল বাহার জানান, গত ২৭ এপ্রিল সকাল ১০টার দিকে চট্টগ্রাম কালুরঘাট শিল্পনগরী এলাকা থেকে একটি ট্রাক ৭৫ ড্রামে থাকা ২৩ লাখ টাকা মূল্যের ১৩ হাজার ৮৭৫ লিটার মীর বনসপাতি পাম তেল লোড করে মেসার্স মমতাজ উদ্দিন সেনপাড়া রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথের মধ্যে রাত ৩টার দিকে বগুড়া সদরের দীঘলকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকটি ডাকাতের কবলে পড়ে।

আরও পড়ুন

এসময় ১০/১২ জন ডাকাত ট্রাকটির পথরাধ করে ট্রাকের চালক ও হেলপারকে হাত-পা বেঁধে মারপিট করে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে পাম তেলবোঝাই ট্রাকটি নিয়ে চলে যায়। পরে এ ব্যাপারে বগুড়া সদর থানায় ডাকাতি মামলা হলে ডিবি তা উদ্ধারে মাঠে নামে।

অভিযানকালে ডিবি ৪০ ড্রাম ভর্তি পাম তেল ও পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। তবে বাকি তেলসহ ডাকাতির ঘটনায় জড়িত আসামিরা ধরা পড়েনি। অবশিষ্ট তেল উদ্ধারের চেষ্টাসহ ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতার অভিযান চলছে বলে ডিবি’র ওসি আরও জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৬

বগুড়ায় শ্রমিক দলের কার্যালয়ে হামলার মামলায় ডা. মিল্লাতকে কারাগারে প্রেরণ

নওগাঁর আত্রাইয়ে মাদকসহ যুবক গ্রেফতার