ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার খানপুর ইউনিয়নের শালফা পূর্বপাড়া গ্রামের মরহুম আকবর আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫), পৌরশহরের ঘোষপাড়া এলাকার অচ্যুত তরফদারের ছেলে বিষ্ণু কুমার তরফদার ওরফে নান্টু (৩৭) ও কর্মকারপাড়ার পরিমল রায়ের ছেলে প্রীতম রায় (৩৫)।


পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুনট রোড মোড় সংলগ্ন পশ্চিম পাশে আল-আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদক কারবারি গোলাম মোস্তফাকে ৭শ’ ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে বাসস্ট্যান্ড সিটি ব্যাংকের সামনে থেকে ১০ পুরিয়া হেরোইনসহ নান্টু ও প্রীতমকে গ্রেফতার করে।

আরও পড়ুন

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত তিনজনের মধ্যে ২জন চিহ্নিত মাদক কারবারি। অপরজন এবারই প্রথম পুলিশের হাতে গ্রেফতার হলো। তিনি আরও জানান নান্টুর বিরুদ্ধে আদালতে ১১টি ও প্রীতমের বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাতে একমত আরব বিশ্ব

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ

কুয়াকাটায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবারও ইস্কান্দার মিসাইল প্রদর্শন করলো রাশিয়া

এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করলো ‘অ্যাডোলেসেন্স’

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান