বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার তিন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে তিনজনকে গ্রেফতার করেছে।
তারা হলো-উপজেলার কাথহালী মিয়াপাড়া গ্রামের মৃত মজনু খন্দকারের ছেলে মামুন খন্দকার (৪১), তালোড়া দুবড়া মধ্যপাড়া গ্রামের জব্বার খানের ছেলে রানা খান (৩৮) ও দুপচাঁচিয়া পূর্ববোরাই কালিতলা গ্রামের মৃত সুদেব দাসের ছেলে ধলু দাস (৪৮)।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার (৬ মে) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন