ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। ছবি : দৈনিক করতোয়া

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজ সমাপ্ত না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল। এব্যাপারে সামাজিক যোগযোগ মাধ্যম ও কয়েকটি পত্রিকায় খবর প্রকাশের পর আজ মঙ্গলবার (৬ মে) স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন।

জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গত বছর ১৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা ব্যয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার পর্যস্ত প্রায় নয় কিলোমিটার সড়ক পাকা করার কাজ চলছে। আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামের কুড়িগ্রামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক পাকা করার কাজ পায়। বেলাল নামের স্থানীয় এক ব্যক্তি সড়ক পাকা করার কাজ বাস্তবায়ন করছে।

শহিদ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সড়কটি পাকা করার ৩ দিনের মাথায় সড়কে ফাটল দেখা দিয়েছে এবং কার্পেটিং উঠে যাচ্ছে। গত সোমবার স্থানীয় এলাকাবাসী নিম্নমানের কাজ হয়েছে অভিযোগ করে রাস্তার কিছু অংশের কার্পেটিং তুলে ফেলে এবং কাজ বন্ধ করে দেয়। এরকম কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি পত্রিকায় খবর প্রকাশ হলে কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাসুদুজ্জামান, সিনিয়ার সহকারী প্রকৌশলী হাসান আলী ও উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক, প্রকল্পের কনসালটেন্ট আল আমিন মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয় ব্যক্তি ও উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন

নির্বাহী প্রকৌশলী জানান, বিটুমিন জমাট না বাঁধার কারণে এরকম হতে পারে। তিনি প্রাক্কলন অনুযায়ী কাজ হবে বলে আশ্বস্ত করেন এবং যেখানে যে সমস্যা রয়েছে তা দ্রুত ঠিক করে দেয়ার নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নকারী বেলাল হোসেন জানান, কাজটি বর্তমান চলমান রয়েছে। কনসাল্টের পরামর্শ অনুযায়ী কাজ করা হচ্ছে। কোন সমস্যা দেখা দিলে আমরা ঠিক করে দিতে বাধ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস