বগুড়ায় শ্রমিক দলের কার্যালয়ে হামলার মামলায় ডা. মিল্লাতকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এসএম মিল্লাতকে (৫০) শহর শ্রমিকদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার নেতাকর্মীরা তাকে আটকের পর মারপিট করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই রাজিব বলেন, গত বছরের আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহরের গালাপট্টিতে শহর শ্রমিক দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে ডা. মিল্লাতকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ডা. মিল্লাত জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি। এছাড়া তিনি বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ। এনসিপি নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, আটক হোমিও চিকিৎসক এসএম মিল্লাত কট্টোর আওয়ামী লীগ নেতা। তিনি টাকা দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসন ও সহযোগিতা করে যাচ্ছিলেন।
আরও পড়ুনবিগত সালগুলোতে তিনি বিএনপি ও জামায়াত পন্থী হোমিও চিকিৎসকদের অত্যাচার করেছেন। তিনি ভারত পন্থী ও আরএসএস নেতা দীলিপ রায়ের লোক। তাকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন