ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ক্যাটরিনা বানানোর আশ্বাসে নোরাকে নোংরা প্রস্তাব!

ক্যাটরিনা বানানোর আশ্বাসে নোরাকে নোংরা প্রস্তাব!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের নাচ দিয়ে মোহিত করে রেখেছেন নোরা ফাতেহি। তবে এই যাত্রা খুব একটা মসৃণ ছিল না অভিনেত্রীর। বলিউডের পদার্পণ করার আগে ঠিক কী কী হয়েছিল তার সঙ্গে, সম্প্রতি সেই কথাই সকলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি।

অভিনেত্রীর তখন বয়স ২২ বছর। কানাডা থেকে পা রাখেন ভারতে। বলিউডে নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন নিয়ে তিনি কাজ খোঁজা শুরু করেছিলেন। কিন্তু বাস্তব চিত্রটা যে একেবারে অন্যরকম তা বুঝতে অনেকটাই সময় লেগে যায় তার। কাউকে না জেনে প্রায়শই ভুল মানুষকে বিশ্বাস করে ফেলতেন তিনি। নোরার কথায়, তখন কাজ দেওয়ার বিনিময়ে অনেকেই সঙ্গ আশা করতো। কোনোকিছুই বিনামূল্যে হয় না, তা বুঝতে অভিনেত্রীর অনেকটা সময় লেগে যায়। এর মধ্যে অনেকে নোরাকে সাহায্য করতে এসেছে, তাদেরকে অনুসরণও করতেন তিনি। এর ফলে এক পর্যায়ে প্রত্যাখ্যান ও ভীতিকর পরিস্থিতির চাপে পড়েন নোরা। পাল্টাতে বাধ্য হন নিজের মানসিকতা। এক পর্যায়ে কেউ দেখা করতে চাইলে তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠা, খুব সহজে মানুষকে বিশ্বাস করা, এই সব থেকে বিরত হতে শুরু করেন তিনি। একটা সময় এমনও আসে, যখন তিনি কানাডায় ফিরে যেতে রাজি হয়ে যান। 

আরও পড়ুন

অনেক সময় অনেকে প্রশ্ন করতেন, 'পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে চান আপনি?' এইরকম স্বপ্ন দেখিয়ে বহুবার নোংরা প্রস্তাবও দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। এইরকম ভয়াবহ ঘটনা এবং বারংবার প্রত্যাখ্যানের সম্মুখীন হয়ে একসময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নোরা। রীতিমতো থেরাপি করে নিজেকে সুস্থ করতে হয়েছিল। আজ পেছনের দিকে তাকিয়ে যখন এই সমস্ত ঘটনার কথা স্মরণ করেন অভিনেত্রী, তখন সবকিছুই যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। নোরার জীবনের এই ঘটনাগুলি মানুষকে সতর্ক থাকতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার ধুনটে পেঁপে চাষে লাখপতি আকুল

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত