চাঁদপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলো- সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার রাত ৯ টার দিকে ভিকটিম পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে রাগ করে বাড়ির পেছনে চলে যায়। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ওই তিন যুবক তাকে জোরপূর্বক ফিরোজ নামের এক ব্যক্তির পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। পরে সেখানে ভিকটিমকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে। পরদিন ভোরে ভিকটিমকে ফারুক নামে এক ব্যক্তির বাড়ির সামনে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে মোবাইল ফোনে খবর পেয়ে ভিকটিমের চাচা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে, ঘটনার বিষয়টি জানাজানি হলে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনএ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ভিকটিমের পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভিকটিমকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করি। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার তিন আসামিকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন জঘন্য অপরাধে কাউকে ছাড় দেয়া হবে না।
মন্তব্য করুন