ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

মিরসরাইয়ে হাঁসের দাবি নিয়ে ঝগড়ায় বৃদ্ধকে হত্যা

মিরসরাইয়ে হাঁসের দাবি নিয়ে ঝগড়ায় বৃদ্ধকে হত্যা

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী গ্রামে হাঁসের মালিকানা নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ফজলুল করিম (৭০) উপজেলার মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহমদের ছেলে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। এসময় জাকারিয়া ওই বৃদ্ধকে কিল-ঘুসি দিতে থাকেন। একপর্যায়ে গলাটিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম বলেন, গত দুদিন আগে তারা আমার ভাইয়ের ৪-৫টি হাঁস নিয়ে যায়। সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যান। কথা বলার একপর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল-ঘুসি দিয়ে গলাটিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তিনি পথে মারা যান। আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া জাহেদের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল দেওয়ার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলা চেপে ধরলে বৃদ্ধ মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এখনো থানায় মামলা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে ভাংচুরের মামলায় একজন গ্রেফতার

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী কড়াই গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

লস অ্যাঞ্জেলেস মাতালেন নগরবাউল জেমস

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু