ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। 

এর আগে রবিবার (৪ মে) রাত আড়াইটার দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকায় তালিমুল কোরআন  মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকায় তালিমুল কোরআন মাদ্রাসার আবাসিকে রেখে ভুক্তভোগী ওই ছাত্রকে পড়াশোনা করান তার মা আকলিমা আক্তার। আকলিমা আক্তারের স্বামী একজন সৌদি আরব প্রবাসী। রবিার রাত আড়াইটার দিকে ভুক্তভোগী ছাত্র আবদুল্লাহকে ডেকে শিক্ষকের থাকার  টিনসেড ঘরে নিয়ে বলাৎকার করেন ওই শিক্ষক। পরে সোমবার (৫ মে) সকালে ভুক্তভোগী ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে মায়ের কাছে বিস্তারিত বললে তিনি বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন

ভুক্তভোগী ছাত্রের মা আকলিমা আক্তার বলেন, আমার নাবালক ছেলের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা কীভাবে একজন শিক্ষক করতে পারে? আমি ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি চাই যেন আর কোনো শিক্ষক এমন ন্যাক্কারজনক কাজ করতে না পারে। 

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনই ব্যবস্থা চলমান । অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে তাকে আদালতে পাঠানো হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী