ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

নওগাঁর ‘নাক ফজলি আম’ পেল জিআই সনদ 

নওগাঁর ‘নাক ফজলি আম’ পেল জিআই সনদ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নওগাঁর ‘নাক ফজলি আম’ জিআই সনদ পেয়েছে। এই আম বেশ বড়, লম্বা ও স্বাদে অতুলনীয়, মিষ্টি ও সুগন্ধিযুক্ত হয়ে থাকে। নাক ফজলি আম বেশি হয় নওগাঁর বদলগাছী উপজেলায়। এ খবরে জেলাবাসী উচ্ছ্বসিত।

জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বদলগাছীর এই আমের পরিচিতি ও চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। আজ মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। তিনি জানান, গত ১ মে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় ‘নাক ফজলি আম’ চাষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এড. মোজাফ্ফর হোসেনের হাতে জিআই সনদ তুলে দেওয়া হয়। সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আরও পড়ুন

কৃষি কর্মকর্তা সাবাব ফারহান আরও বলেন, ‘নাক ফজলি আম‘ স্বাদে অতুলনীয়, মিষ্টি ও সুগন্ধিযুক্ত। এটি শুধু একটি ফল নয়, বরং এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই আমের স্বাদ, পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার সারা দেশে পরিচিতি এনে দিয়েছে।এর আগে বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুকে জিআই সনদ দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বদলগাছীর ‘নাক ফজলি আমের’ পক্ষে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরের জিআই নিবন্ধনের আবেদন করা হয়। পরে নওগাঁ জার্নাল নং ৫৬ প্রকাশিত হলে বিধিমতো দুই মাস অপেক্ষার পর কোনো পক্ষ থেকে বিরোধিতার নোটিশ না আসায় সনদ প্রদান করা হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে হাঁসের দাবি নিয়ে ঝগড়ায় বৃদ্ধকে হত্যা

নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

টিএমএসএস এর ২৯০০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

তারেক রহমান সহসাই দেশে ফিরবেন: ডা. জাহিদ

পিরোজপুরে ৫০ টাকার ডাব ঢাকার ক্রেতারা কিনে ২০০ টাকায়

মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা