বিদ্রোহী ৮ নারী ফুটবলার ফিরলেন বাফুফের চুক্তিতে, বেড়েছে বেতনও

স্পোর্টস ডেস্ক: অবশেষে চিন্তামুক্ত হলেন বিদ্রোহী ৮ নারী ফুটবলার। ফিরলেন বাফুফের চুক্তিতে, বেড়েছে বেতনও। বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের মধ্যে দেশে থাকা ৮ জনের সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তির কার্যকারিতা ধরা হয়েছে ৮ এপ্রিল থেকে। এদিকে বিদেশি লিগে খেলতে যাওয়া বিদ্রোহী ১০ ফুটবলারের সঙ্গে কোনো চুক্তি করেনি বাফুফে।
তাই নারী ফুটবলের সাম্প্রতিক অস্থিরতা ছাপিয়ে এবার মিলল কিছুটা স্বস্তির খবর। বিদ্রোহের ঘটনায় জাতীয় দল থেকে ছিটকে পড়া ১৮ নারী ফুটবলারের মধ্যে ৮ জনকে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।
আরও পড়ুননতুন চুক্তিতে তাদের বেতনও বাড়ানো হয়েছে। এদের মধ্যে চারজনের বেতন ৫ হাজার করে বাড়িয়ে ৫৫ হাজার, একজন ২৫ হাজার এবং বাকি তিনজনের বেতন নির্ধারিত হয়েছে ৩০ হাজার টাকা করে। বর্ধিত বেতন ধরা হবে অনুশীলনে যোগ দেয়ার দিন থেকে।
এর আগে, বাফুফে ৩৬ নারী ফুটবলারের সঙ্গে ছয় মাসের চুক্তি করলেও বাদ পড়েছিলেন পিটার বাটলারের কোচিং নিয়ে প্রশ্ন তোলা বিদ্রোহী ফুটবলাররা। ফলে এই নতুন চুক্তির মাধ্যমে অন্তত ৮ জন সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেলেন।
ভুটানের ক্লাব লিগে খেলা বাকি দশ ফুটবলার দেশে ফেরার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মন্তব্য করুন