ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

ব্যস্ততা বেড়েছে কমিউনিটি সেন্টার ও বিউটি পার্লারগুলোর

বগুড়ায় ঈদের পর থেকেই চলছে সামাজিক উৎসব

বগুড়ায় ঈদের পর থেকেই চলছে সামাজিক উৎসব

স্টাফ রিপোর্টার : ঈদ মানে আনন্দ। আর ঈদের এই খুশি আরও আনন্দময় হয়ে ওঠে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা স্বজনরা একত্রিত হন। আর এবার ঈদে একটানা নয়দিনের ছুটিতে ঈদ আনন্দের সাথে যেন ভাগ বসিয়েছে সামাজিক অনুষ্ঠানের মৌসুম।

এবারই প্রথম ঈদের পর থেকেই বিয়ে এবং বিবাহত্তোর অনুষ্ঠানের যেন ধুম লেগেছে। আর এই ধুম ছড়িয়ে পড়েছে শহরের বিউটি পার্লার, কমিউনিটি সেন্টারসহ বিয়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অনুসঙ্গে। শুধু বিয়েই নয়, ঈদের ছুটিতে স্বজন ও বন্ধু-বান্ধবদের একত্রিত হওয়া উপলক্ষ্যে সুন্নতে খৎনা, জন্মদিনের মত একাধিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ইভেন্ট ম্যানেজমেন্ট, আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

শহরের কমিউনিটি সেন্টার, বিয়ে নিবন্ধনকারী, ডেকোরেটর ব্যবসায়ী ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্টরা বলছেন, রোজার এক মাসে মুসলিম পরিবারে টুকটাক ঘরোয়াভাবে বিয়ে পড়িয়ে রাখলেও ঘটা করে অনুষ্ঠান করা হয়নি। কিন্তু ঈদের আগের দুই দিন এবং ঈদের পরের পাঁচদিনে শহরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে।

শুধু এই বছর না প্রতিবছরের এই ঈদে আত্মীয়-স্বজন ও চাকরিজীবীরা পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য নিজের বাড়িতে আসায় বিয়েসহ বিভিন্ন উৎসবের জন্য সময়টিকে বেছে নেন। এব্যাপারে বগুড়া পৌরসভার নিকাহ রেজিস্ট্রার কাজী মুহ. মঞ্জুরুল হক করতোয়া’কে বলেন, ব্যস্ত জীবনের মানুষের সময় বের করা এখন কঠিন। ঈদের এই সময় বেশিদিন ছুটি পাওয়া যায় এবং আত্মীয়-স্বজন যেখানেই থাকুক না কেন শেকড়ের টানে বাড়ি ফিরে আসেন পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপনের জন্য।

এ জন্যই এই সময়টাকেই বিয়ের অনুষ্ঠান করার জন্য ঠিক করা হয়। তিনি জানান, গত জানুয়ারি থেকে আজ শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত তিনি ৬১টা বিয়ের রেজিস্ট্রি করেছেন। এরমধ্যে ঈদের পরেই ১৫টি।

আরও পড়ুন

বিয়ের সাজসজ্জার সাথে সংশ্লিষ্ট হলো বিউটি পার্লার। ঈদের সাজ, পার্টি মেকাপ, ব্রাইডাল সাজের জন্য বগুড়া শহরের নামকরা পার্লারগুলো সাথে সাথে পাড়ায় পাড়ায় গড়ে ওঠা পার্লারগুলোর যেন দম ফেলার সময় নেই। এমনই বগুড়ার প্রথম বিউটি পার্লার ‘লিভিংস্টার  বিউটি পার্লার’। পার্লারের জেনারেল ম্যানেজার মারিয়া ইসলাম করতোয়া’কে জানান, ঈদের আগে যেমন চাপ ছিল ঠিক তেমনি চাপ আছে ঈদের পরেও।

এরমধ্যে ব্রাইডাল সাজ অন্যতম। তিনি আরও জানান, শুধু ব্রাইডাল সাজ না আরও আছে পার্টি মেকআপ, বর যাত্রীদের সাজ। ঈদের পরের দিন থেকে আজ শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত প্রায় ৩০টা বউ সাজিয়েছেন। এই সময়টাতে এই চাপ প্রতিবছরেই থাকে তবে এবার একটু যেন বেশি।

বিয়ের জন্য বগুড়া শহর এবং শহরতলীতে এলাকাভিত্তিক গড়ে উঠেছে অনেকগুলো কমিউনিটে সেন্টার। এর মধ্যে শহরের মধ্যেই আছে বেশ কয়েকটি। প্রত্যেকটি সেন্টারেই প্রতিদিন হচ্ছে বিয়ের অনুষ্ঠান। কোন কোন সেন্টারে আবার দিনে দুইটা বিয়েও অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অন্যতম বগুড়ার জামিলনগরে অবস্থিত করতোয়া কনভেনশন সেন্টার ও দত্তবাড়ির তন্ময় কমিউনিটি সেন্টার।

করতোয়া কনভেনশন সেন্টারের ম্যানেজার রিয়াদ হাসান জানান, ঈদের পরের দিন থেকে আজ পর্যন্ত পাঁচটা বিয়ের অনুষ্ঠান হয়েছে। অন্যদিকে তন্ময় কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী তপন চক্রবর্ত্তী করতোয়া’কে জানান, ঈদের পর থেকে এখন পর্যন্ত ১২টা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আরও তিনটা বিয়ের বুকিং আছে। কোন কোন দিন দুটো  বিয়ের অনুষ্ঠানও করতে হয়েছে। বেশ চাপ ছিল এই ক’দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি