ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে রিয়াল ছাড়ছেন লুকা মদ্রিচ

অবশেষে রিয়াল ছাড়ছেন লুকা মদ্রিচ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের দীর্ঘ পথচলার অবসান ঘটাতে চলেছেন লুকা মদ্রিচ। ক্লাবটির সঙ্গে মূল চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত হলেও, আসন্ন ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। ১৩ জুলাই পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে খেলবেন এই ক্রোয়েশিয়ান কিংবদন্তি। 

ক্লাব সূত্রে জানা গেছে, ২৫ মে থেকে ১৮ জুনের মধ্যে নতুন এই স্বল্পমেয়াদী চুক্তিতে সই করবেন মদ্রিচ। তবে এই মেয়াদে তার বেতন বা অন্যান্য চুক্তির শর্তাবলীতে কোনো পরিবর্তন আনা হয়নি। রিয়ালে নিজের ১৩ বছরের ক্যারিয়ারে মদ্রিচ জিতেছেন মোট ২৮টি শিরোপা, যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি। রিয়ালের মাঝমাঠে তিনি ছিলেন দলের মেরুদণ্ডস্বরূপ এবং বহু ম্যাচে তার দারুণ পারফরম্যান্সেই সফলতা এসেছে ক্লাবটির।

চলতি মৌসুমে যদিও রিয়ালের পারফরম্যান্স প্রত্যাশিত নয়। লা লিগায় বার্সেলোনার থেকে পিছিয়ে পড়েছে তারা, কোপা দেল রে-তে হেরেছে, আর চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিয়েছে। কোচ কার্লো আনচেলত্তির চাকরি নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সবকিছু মিলিয়ে ক্লাব বিশ্বকাপকেই এবার মর্যাদার লড়াই হিসেবে দেখছে ইউরোপের সফলতম এই ক্লাব। সেই লক্ষ্য সামনে রেখেই আনচেলত্তিকে অন্তত ক্লাব বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতের জন্য বায়ার লেভারকুসেনের কোচ ও রিয়ালের সাবেক তারকা শাবি আলোনসোকে দায়িত্বে আনার পরিকল্পনাও করছে তারা।

আরও পড়ুন

এদিকে শুধু মদ্রিচই নয়, আরেক অভিজ্ঞ খেলোয়াড় লুকাস ভাসকুয়েজের সঙ্গেও দুই সপ্তাহের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোস। তিনিও ১৩ জুলাইয়ের পর ফ্রি এজেন্ট হিসেবে অন্য কোনো ক্লাবে যোগ দেবেন। রিয়ালের ইতিহাসের অন্যতম সফল মিডফিল্ডার লুকা মদ্রিচকে বিদায় জানাতে প্রস্তুত মাদ্রিদিস্তারা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস