ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নবনির্মিত একটি ব্রিজের প্রতিরক্ষা দেওয়াল ভেঙে পড়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নবনির্মিত একটি ব্রিজের প্রতিরক্ষা দেওয়াল ভেঙে পড়েছে। ছবি : দৈনিক করতোয়া

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে বাজেবকসা গ্রামে নবনির্মিত একটি ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এমনকি ব্রিজের বিভিন্ন অংশেও দেখা দিয়েছে ফাটল।
২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হলেও শেষ করা হয় ৩১ ডিসেম্বর ২০২৪ সালে। ২০২৫ সালের এপ্রিল মাসে ব্রিজের এক পাশের প্রতিরক্ষা দেয়াল ভেঙে (প্লাসাইটিং) পড়েছে।

এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের কাজের কারণে কাজ শেষ হতে না হতেই কালভার্টটি ভেঙে গেছে। এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০২২- ২০২৩ অর্থবছরে সেতু-২০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ মীরডাঙ্গীহাট জিসি রোড চেইনেজ বাজেবকসা গ্রামে নীলফামারী এসএ এন্ড আরএটি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কালভার্টটির নকশা ও প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে কাজটি নির্মাণে তদারকি করে। স্থানীয় বাসিন্দা আজয়,নারুগোপাল,কালি ,কারক, জীতুন,ও পথচারী মহেস, জামাল, আবুল হোসেন ও ডিগেন চন্দ্র রায় বলেন, এ রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার মানুষ এবং গাড়ি আসা-যাওয়া করে। ঠাকুরগাঁও জেলার সপ্তাহে একদিন বড় হাট কাতিহার সে দিন আরও ভীড় জমে।

আরও পড়ুন

এছাড়া রবি শস্য ও বোরো ধানের মৌসুমে বিল (ফসলের মাঠ) থেকে বিভিন্ন এলাকার লোকজন এ রাস্তা দিয়ে ফসল নিয়ে যায়। তাদের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ার কারণে ভেঙে যাওয়ার পাশাপাশি ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। কাজ চলমান অবস্থায় কর্তৃপক্ষ ঠিক মতো তদারকি না করায় আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে। ব্রিজটি নুতন করে নির্মাণ করে দেওয়ার দাবিও জানান তারা।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান জানান, ফাটলের বিষয়টি ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদার তুহিনকে অফিস আদেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত না করলে তার ১০-১২ লাখ টাকা জামানত আছে তা কর্তন করে মেরামত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

পাবনার সুজানগরের বাজারে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

কুমড়ার বীজ কেন এত উপকারী?

অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউপির সাবেক সদস্য জহুরুল ইসলামের রহস্যজনক মৃত্যু

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা