ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ফরিদপুরে মাদকসম্রাট মতি গ্রেফতারের ঘটনায় মিষ্টি বিতরণ

ফরিদপুরে মাদকসম্রাট মতি গ্রেফতারের ঘটনায় মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক:  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রাম থেকে আলোচিত মাদক কারবারি মতি কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবরে মিষ্টি বিতরণ করেছে গ্রামবাসী।

শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।


মতি কাজী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দাউদ কাজীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরের ২৪ মার্চ ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এসময় মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। পরে ওই দিন রাতে মতি কাজীর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি সমর্থক একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়।

আরও পড়ুন

হামলার সময় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। এ ঘটনার পরদিন বিচারের দাবিতে সোতাশী গ্রামের শত শত নারী পুরুষ ভাটিয়াপাড়া-মাঝকান্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে গ্রামটির আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন মতি কাজী। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মতি কাজীকে হামলা, লুটপাট ও মারধরের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তিনি একাধিক মাদক মামলার আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় নার্সারিতে সরকারি নিষেধাজ্ঞার পরও আকাশমনি চারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

পাবনায় শোরুমে জুয়ার আসর, আটক ৯