ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

 পানি খেলায় মাতোয়ারা খাগড়াছড়ির মারমা তরুণ-তরুণীরা

 পানি খেলায় মাতোয়ারা খাগড়াছড়ির মারমা তরুণ-তরুণীরা

নিউজ ডেস্ক:  মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে আনন্দে মাতোয়ারা হল পুরো খাগড়াছড়ি জেলা।  পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবিকে  খাগড়াছড়িতে ছিল এই আয়্জেন। 

সোমবার (১৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। এ উপলক্ষে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলা থেকে সাংগ্রাই র‌্যালি বের করেন তারা। এতে মারমা নারী-পুরুষরা অংশ নেন। সাংগ্রাই এর প্রধানতম আকর্ষণ জলকেলি বা পানি উৎসব।

সকালে শুরু হওয়া র‌্যালিটি পানখাইয়াপাড়া বটতল হয়ে শহরের শাপলা চত্বরের সামনে দিয়ে কোট বিল্ডিং ঘুরে মারমা উন্নয়ন সংসদের কার্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। নেচে গেয়ে খাগড়াছড়ি শহরকে এসময় উৎসবমুখর করে তোলেন মারমা তরুণ-তরুণীরা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

আরও পড়ুন

অনুষ্ঠানে অংশ নিতে আসাঅসনপ্রু মারমা বলেন, “ আমাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব সাংগ্রাই এর জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি। এদিনে আমরা জলকেলি খেলে একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করি। জলকেলি  উৎসবে সব বয়সী মারমারা অংশ নেন। মূলত তরুণ-তরুণীদের অংশগ্রহনই বেশি থাকে। নেচে গেয়ে আমরা উল্লাস করি।”

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, “প্রতি বছর এখানে পানি খেলা হয়। এই পানি খেলা শুধু মারমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে চাকমা, মারমা, ত্রিপুরা বাঙ্গালিসহ সবাই অংশগ্রহণ করে উৎসব করেন। আমি মনে করি, এটি একটি সাম্প্রদায়িক মিল বন্ধন।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা মহিলা দলের নেত্রী মিলুর খোঁজ নিলেন সাবেক এমপি মোশারফ

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা হত্যার ঘটনায় ৩ নারী গ্রেফতার 

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন দুইজন

বগুড়ার আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ, পাঁচ দিন পর মায়ের মামলা

নাটোরের বড়াইগ্রামে মৎস্য অভয়ারণ্য থেকে ৩টি শ্যালো মেশিন জব্দ আটক ১

রংপুরে দুই বছরের মধ্যে এবার এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে