ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধানক্ষেত থেকে যুবককে অর্ধমৃত অবস্থায় উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধানক্ষেত থেকে যুবককে অর্ধমৃত অবস্থায় উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লীতে এক যুবককে মেরে অর্ধমৃত অবস্থায় একটি ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায় একদল দুর্বৃত্তরা। পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভুল বাকুটিয়া একটি ফসলি জমির মধ্যে ১৮ বয়সী এক যুবককে একদল দুর্বৃত্তকারীরা ডেকে নিয়ে সারা শরীর কুপিয়ে জখম করে এবং দু’টি চোখ নষ্ট করে মৃত ভেবে ফেলে রেখে যায়।

এসময় একটি কৃষক পাশ দিয়ে যাবার সময় ঐ যুবককে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে প্রথমে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করে। এরপরে বিকেলে সিরাজগঞ্জ শহিদ এম. মনছুর আলী কলেজে ও হাসপাতালে জন্য ভর্তি করা হয়। তার কোন লোক না থাকায় ওসি আছলাম আলী তার সব খরচ বহন করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

গতকাল বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, তাকে কে বা কারা হত্যার উদ্দ্যেশে মারাত্মকভাবে কুপিয়ে ফসলি জমির মধ্যে ফেলে রেখে যায়। সে প্রাণে বেঁচে আছে কিন্তু কথা বলতে পারছে না। এ পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গোটা গ্রামে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি উটের দুধের চা খাই।’- মিষ্টি জান্নাত

ফরিদপুরে মাদকসম্রাট মতি গ্রেফতারের ঘটনায় মিষ্টি বিতরণ

ভোলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

কাতার সফরে গেলেন সেনাপ্রধান

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক

পাটগ্রাম সীমান্তে পতাকা বৈঠক, দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ