ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের ধানক্ষেত থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে নলবিলের মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই জামাল জানান, বিকেলে মোহাম্মদ আলী মাঠে কাজ করতে যান। রাতে স্থানীয় কৃষকরা এক ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মোহাম্মদ আলীর মরদেহ জমিতে পড়ে আছে। তার ঘাড় ও নাভির ওপর আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা পরিবারের লোকজনকে জানাই, এরপর তারা পুলিশে খবর দেন।

আরও পড়ুন

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার