ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইয়েমেনে মার্কিন হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইরানের

ইয়েমেনে মার্কিন হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বিভিন্ন স্থানে, যার মধ্যে আফ্রিকান অভিবাসীদের জন্য নির্ধারিত একটি আটক কেন্দ্রও রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। খবর : প্রেস টিভি।

গতকাল সোমবার ইয়েমেনের সা’দা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের জন্য নির্ধারিত একটি আটক কেন্দ্র লক্ষ্য করে মার্কিন বিমান হামলায় প্রায় ৭০ জন বন্দী নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা গুরুতর। এছাড়া একই দিনে ইয়েমেনের রাজধানী সানার উত্তরাঞ্চলের বানি আল-হারিথ জেলার থাকবান এলাকায় মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের বিভিন্ন অংশে বেসামরিক লক্ষ্যবস্তু, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মানুষের বাড়িঘরে মার্কিন সামরিক বাহিনীর অব্যাহত হামলা, যার ফলে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে, তা ‘যুদ্ধাপরাধ’। তিনি জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে মার্কিন হামলার প্রতি নীরবতা এবং উদাসীন থাকার তীব্র নিন্দা জানিয়েছেন, যা আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বারবার লঙ্ঘন। ইরানের মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যামূলক যুদ্ধ এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

বাঘাই বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন ইসরায়েলি সরকারের মুসলিম দেশগুলোকে ধ্বংস ও দুর্বল করার এবং পুরো পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার দুষ্ট পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। ইয়েমেনের মুসলিম জনগণের হত্যা বন্ধে এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের গণহত্যা অব্যাহত রাখা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বাঘাই ইসলামী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ছাত্রলীগের সাবেক নেতাকে পুলিশে দিল বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীরা

অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল, থানায় সোপর্দ

হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী

বিশ্ব নৃত্য দিবসে বগুড়ায় আলোচনা ও নৃত্যানুষ্ঠান, আব্দুস সামাদ পলাশ স্মৃতি পদক প্রদান

নওগাঁর আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখছে কৃষক

৫০ টাকা রিকশা ভাড়ার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক