ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় বজ্রাঘাতে দুই কৃষক ও দুই শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় বজ্রাঘাতে দুই কৃষক ও দুই শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক:   কুমিল্লায় জেলার মুরাদনগর ও বরুড়া উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।

তারা হলেন- দেওড়া গ্রামের জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)।


প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মাঠে কৃষি কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন


অপরদিকে, বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


নিহতরা হলো- ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) ও আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এসময় বজ্রপাতে হলে দুই জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঙ্গুরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ও বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুর হক ও এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় বন কর্মকর্তার বাসায় চুরি সংঘটিত

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি দারিদ্র মুক্ত দেশ গড়ে তুলবে : আবিদুর রহমান সোহেল

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনায় পানিবৃদ্ধি টানা বৃষ্টিতে ফসলহানি

নাটোর বড়াইগ্রামে সাপের কামড়ে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক

বগুড়ায় "সারিয়াকান্দি নদীবন্দর" প্রতিষ্ঠার কাজ এগিয়ে, উচ্ছ্বসিত এলাকাবাসী

রাকসু নির্বাচনে গণযোগাযোগ বিভাগ থেকে ভিপিসহ ২২ প্রার্থী