ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কানাডায় উৎসবে গাড়িচাপায় বহু মানুষ হতাহত

কানাডায় উৎসবে গাড়িচাপায় বহু মানুষ হতাহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভার শহরে একটি স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়িচাপায় বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় ফিলিপিনো কমিউনিটির আয়োজিত ‘লাপু লাপু ডে’ উৎসব চলাকালীন একটি গাড়ি মানুষের ভিড়ে উঠে পড়ে। শনিবার রাতে পুলিশ এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ৮টার কিছু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে ভয়ংকর এই দুর্ঘটনা ঘটে। যেখানে ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ উৎসব চলছিল। এসময় রাস্তাজুড়ে পতাকা মিছিল, খাবারের স্টল এবং হাজারো উৎসবপ্রেমী মানুষ ভিড় করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কালো রঙের গাড়ি এলোমেলোভাবে চলছিল এবং হঠাৎ করেই সেটি উৎসবস্থলে ঢুকে পড়ে। হাজারো মানুষ তখন উৎসবে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

এ ঘটনায় এখনও পর্যন্ত নিহত ও আহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গাড়িচালককে আটক করা হয়েছে এবং তারা আরও তথ্য বের করার চেষ্টা করছে। এই ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি, ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, এই উৎসবটি ১৬শ’ শতকের ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতা লাপু লাপুকে স্মরণ করে পালন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিলো কার্গো প্লেন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

চলনবিলে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

বগুড়ার কাহালুতে ৩ জন গ্রেফতার

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত