বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর পৌরসভার কলেজ রোড এলাকায় (শ্রীরামপুর পাড়া) জমি দখল করাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বিএনপি ও যুবদলের নেতাসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাফিউল আলম সবুজ (৩৮), একই এলাকার মৃত রমজান আলীর ছেলে পৌর বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান (৪৫), মৃত বেলাল হোসেনের ছেলে যুবনেতা মিলন (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাগরিকা টেইলার্সের মালিক শাহীন ও তার ছেলে তুরাব, সমশের, নকিবসহ ৫/৬ জন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ, বিএনপি নেতা মিজানুর রহমান, যুবনেতা মিলন বিষয়টি নিয়ে দুই পক্ষকে বসে শান্তিপূর্ণ সমাধান করার কথা বলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
আরও পড়ুনপুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তুরাব ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালালে ধারালো অস্ত্রের আঘাতে ৩জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তুরাবকে আটক করে রাখে এবং আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় শজিমেকে রেফার্ড করেন ডাক্তাররা। পরে হামলাকারী তুরাব ও তার বাবা শাহীনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন