ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চলতি মৌসুমে বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের চকসুত্রাপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। সরকার যে ধান ও চালের দাম নির্ধারণ করেছেন আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবেন। সেই সাথে মিল মালিকরাও স্বাচ্ছন্দ্যে তাদের উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবেন। কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি স্থানীয় প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নিশ্চিত করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইউসুফ আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতিকুল ইসলাম, বেতগাড়ী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, নামুজা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্য নন্দ পাল, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল হক, সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন সরকার, কিবরিয়া অটো মিলের স্বত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া বাহার, তানভীর অটো মিলের স্বত্ত্বাধিকারী কেতাউর রহমান, কৃষক রাসেল হোসাইন প্রমুখ।

আরও পড়ুন

এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সররকারি প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা, প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৮ টাকা ও গমের মূল্য প্রতি কজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বগুড়া সদরে সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৬৭৮ মেট্রিকটন। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩৬ মেট্রিকটন। ২৭ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিলো কার্গো প্লেন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

চলনবিলে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

বগুড়ার কাহালুতে ৩ জন গ্রেফতার

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত