ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সাতমাস ধরে রাস্তার কাজ বন্ধ, উধাও ঠিকাদার

সাতমাস ধরে রাস্তার কাজ বন্ধ, উধাও ঠিকাদার। ছবি : দৈনিক করতোয়া

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে চেচুড়িয়া গ্রাম থেকে বানিয়াল পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন এলাকাবাসীর জন্য এক স্থায়ী দুর্ভোগে রূপ নিয়েছে। চুক্তি সম্পাদনের সাত মাস পার হলেও শুধুমাত্র বক্সকাটিং করার পর কাজটি বন্ধ রেখেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজটি বাস্তবায়নের জন্য দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে মৌখিকভাবে একাধিক তাগাদা দেওয়ার পরেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস বাবু ট্রেডার্স।

দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, আরডিআরআইআইপি-২ প্রকল্পের আওতায় ইংরেজি ২০২৩-২৪ অর্থবছরে দিনাজপুরের বানিয়াল-চেচুড়িয়া গ্রামের রাস্তা উন্নতকরণ কাজের ব্যয় নির্ধারণ করা হয় ৯৮ লাখ ৩ হাজার ২১ টাকা এবং সলভেজ কস্ট ধরা হয় ৪ লাখ ৭৫ হাজার ৭৬৪ টাকা। গত বছরের ৫ সেপ্টেম্বর ঠিকা চুুক্তি সম্পন্ন হয়।

সম্পাদিত চুক্তি এবং কার্যাদেশ মোতাবেক কাজটি ওই বছরের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ থেকে শুরু করে চলতি বছরের সেপ্টেম্বরের ১১ তারিখের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার উপরে থাকা হিয়ারিং বন্ডের ইটগুলো তুলে বক্স কাটিং করে শুধুমাত্র বালু ফেলে রাখা হয়েছে। এতে করে চরম বিড়ম্বনায় পড়েছেন হাজার হাজার মানুষ। এই রাস্তাকে কেন্দ্র করে আশপাশের প্রায় ৬/৭ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন।

আরও পড়ুন

দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ঠিকাদারকে মৌখিকভাবে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি কাজ শুরু করেননি। এমতাবস্থায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের জন্য চূড়ান্ত লিখিত নোটিশ প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ