ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের লালপুর বাজারে নবনির্মিত ড্রেনের কারণে বাজারজুড়ে জলাবদ্ধতা

নাটোরের লালপুর বাজারে নবনির্মিত ড্রেনের কারণে বাজারজুড়ে জলাবদ্ধতা

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র লালপুর বাজারে নতুন করে নির্মিত ড্রেনের কারণে সৃষ্টি হয়েছে তীব্র জনদুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যেখানে পানি নিস্কাশনের জন্য ব্যবহার করতে হচ্ছে জল মটর।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সরেজমিনে বাজার এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার ওপর দিয়ে নির্মিত ড্রেন থেকে পানি অপসারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাজারে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বাজারের একজন দোকানি সেলিম বলেন, সরকারি কাজে অনিয়মের কথা আগে শুনতাম, এখন চোখের সামনে দেখছি। কীভাবে রাস্তার ওপর ড্রেন নির্মাণ হলো বুঝতে পারছি না। স্থানীয় ব্যবসায়ী এ জেড সুজন জানান, এভাবে ড্রেন নির্মাণ করা হয়েছে যে, এতে কখনোই পানি নিস্কাশন সম্ভব নয়। এখনই এই সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন

বাজার করতে আসা নাজমা বেগম বলেন, আগে কোনোভাবে পানি বের হয়ে যেত। এখন ড্রেন হওয়ার পরও মোটর দিয়ে পানি সেচতে হচ্ছে। এটা কী ধরনের ড্রেন বুঝি না। লালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজদার হোসেন বলেন, উপজেলা প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়নি। তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কাজ করে, আমাদের মতামত নেয় না।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম বলেন, ড্রেনটি সঠিকভবে যথাযথ নিয়ম মেনেই নির্মাণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস