ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি

বগুড়ার নন্দীগ্রামে দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দিনে-দুপুরে এক স্কুল শিক্ষকের বাসায় চুরি ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার নন্দীগ্রাম পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় শিক্ষক কামরুজ্জামানের বাসায় এ চুরির ঘটনা ঘটে। তিনি উপজেলার হাটধুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম পশ্চিম পাড়ায় শিক্ষক কামরুজ্জামানের বাসায় চোরেরা হানা দেয়। ওই সময় তিনি স্কুলে ছিলেন এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে মূল দরজার তালা ভেঙে চোরেরা বাসার ভিতর ঢুকে ঘরের ভেতর তছনছ করে সোনার গহনা ও টাকা নিয়ে যায়।

শিক্ষক কামরুজ্জামান বলেন, বাড়িতে না থাকার সুযোগে চোরেরা আমার বাসার গেটের তালা ভেঙ্গে বাসার ভিতরে ঢুকে সোয়া চার ভরি সোনার গহনা যার অনুমানিক মুল্য পাঁচ লাক্ষ পঁচিশ হাজার টাকা ও  সাত হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু মুসা সরকার জানিয়েছেন, এটি পূর্বপরিকল্পিত চুরি হতে পারে। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব