ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় তিন দিনব্যাপী জুলাই-আগস্টের চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন

বগুড়ায় তিন দিনব্যাপী জুলাই-আগস্টের চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে ৩৬ জুলাই স্মরণে তিন দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রাহাত রিটু, সহ সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার প্রমুখ।

আরও পড়ুন

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অগ্রগতি অব্যাহত এবং জুলাই আন্দোলেনের চেতনা সমন্বিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে। ফ্যাস্টিট মুক্ত নতুন দেশ গঠনে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার আবদান রাখার সময় এসেছে। ৩৬ জুলাইয়ের স্মরণে আয়োজিত এই চিত্র প্রদর্শনী বৈষম্যহীন বাংলাদেশ গড়র গণঅভ্যুত্থান পুনরায় স্মরণে করার সুযোগ করেছে।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্য বগুড়া জেলায় সবচেয়ে বেশি শহিদ ও আহত হয়েছে। বগুড়ায় শহিদের সংখ্য ১৮ জন ও আহত হয়েছেন পাঁচ শতাধিক। প্রদর্শনীটি ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস