ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বগুড়ার সোনাতলায় ২ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ

বগুড়ার সোনাতলায় ২ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পল্লীতে দুই কৃষকের বাগানের প্রায় দেড় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিচরণ এলাকায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, ওই এলাকার খবিবর রহমানের ছেলে ইয়াছিন আলী ও সেকেন্দার আলীর ছেলে তারাজুল ইসলামের ৬৫ শতক জমিতে লাগানো পেঁপে গাছের মধ্যে থেকে কে বা কারা দেড় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে। এতে করে ওই দুই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে তারাজুল ইসলাম ও ইয়াছিন আলী বলেন, একই গ্রামের প্রতিপক্ষের সাথে জমিজমা নিয়ে বিরোধের জেরে পেঁপে গাছ কেটে ফেলতে পারেন। এ বিষয়ে সোনাতলা থানায় অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন