ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত 

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত, ছবি: হোসাইন আহমেদ ।

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদের কে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে চারজন শিক্ষার্থী। তারা হলেন- ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন (১৮) ও সিটি কলেজের মো. শামীম (১৮)। অপর শিক্ষার্থীর নাম মো. সিয়াম (১৭)। তবে তিনি কোন কলেজের সে বিষয়ে তথ্য জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০)।নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত, ছবি: হোসাইন আহমেদ । 

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন ঢামেকে এসেছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করে।

তার আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে