ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত 

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত, ছবি: হোসাইন আহমেদ ।

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদের কে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে চারজন শিক্ষার্থী। তারা হলেন- ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন (১৮) ও সিটি কলেজের মো. শামীম (১৮)। অপর শিক্ষার্থীর নাম মো. সিয়াম (১৭)। তবে তিনি কোন কলেজের সে বিষয়ে তথ্য জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০)।নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত, ছবি: হোসাইন আহমেদ । 

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন ঢামেকে এসেছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করে।

তার আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী