ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে আমন মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ ৯ মিলারের লাইসেন্স বাতিল

বগুড়ার নন্দীগ্রামে আমন মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ ৯ মিলারের লাইসেন্স বাতিল। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য চুক্তি না করায় নন্দীগ্রামে নয়’টি রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, আমন মৌসুমে খাদ্য গুদামে চাল সরবরাহে মিল মালিকদের সঙ্গে চুক্তি করার বাধ্যবাধকতা ছিল।

এ উপজেলায় লাইসেন্স ভুক্ত মোট ১৫টি রাইস মিল রয়েছে। এরমধ্য ছয়’টি মিল মালিক চাল সরবরাহের জন্য চুক্তি করে। নয়’টি রাইস মিল মালিক এই চুক্তি না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ উপজেলায় আমন মৌসুমে ৪৭ টাকা কেজি দরে ৬৭২ টন সিদ্ধ চাল সংগ্রহের উদ্দেশ্যে উপজেলার চালকল মালিকদের সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য আহ্বান জানানো হয়।

এতে মোট ছয়’টি মিল মালিক ৩৪২.৪৫০ টন চাল সরকারি খাদ্য গুদামে সরবরাহের চুক্তি করে। এর মধ্য একজন মিলার চাল সরবরাহ করতে ব্যর্থ হয়ে চুক্তি ভঙ্গ করায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। লাইসেন্স বাতিলের বিষয়টি নিয়ে মিল মালিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

নন্দীগ্রাম রাইস মিল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক জানান,আমরা ক্ষুদ্র মিলার। সরকারি চাল সরবরাহের শর্ত এবং সময়সীমা অনেক কঠোর। তারপরেও আমরা কেজিতে তিন টাকা লোকশান দিয়ে সরকারি খদ্যগুদামে চাল সরবরাহ করেছি। সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, সরকারকে আমরা সবসময় সহযোগিতা করতে চাই।

তবে বাস্তবতা বিবেচনা করে সময় ও সুযোগ দিলে ভালো হয়। আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম জানিয়েছেন, নিয়ম অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা