পটুয়াখালীতে ঘরে ঢুকে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে এক যুবক পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ স্বজনদের। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নিহত নারীর দূরসম্পর্কের নাতি।
নিহত নারীর পুত্রবধূ জানান, গতকাল গভীর রাতে মনির হোসেন তাঁদের ঘরের কাছে এসে পানি খাওয়ার কথা বলে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি (পুত্রবধূ) দরজা না খুললে মনির বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরে ঢোকার পর মনির তাঁর কাছে টাকা দাবি করেন। তিনি এ সময় মনিরকে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ঘুমন্ত স্বামীকে পিটিয়ে জখম করেন। এতে ভীতসন্ত্রস্ত হয়ে তিনি (পুত্রবধূ) তাঁর প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দ্রুত পাশের ঘরে আশ্রয় নেন।
ওই পুত্রবধূ আরও বলেন, ঘটনার সময় মনিরের আচরণ অস্বাভাবিক ছিল। তাঁর ধারণা, মনির ওই সময়ে মাদকাসক্ত ছিলেন। এক থেকে দেড় ঘণ্টা পর মনির ঘর থেকে চলে গেলে তিনি ঘরে ফিরে আসেন। এসে দেখতে পান, তাঁর শাশুড়ি মৃত ও বিবস্ত্র। তাঁর ধারণা, তাঁর শাশুড়িকে ধর্ষণের পর পিটিয়ে হত্যা করেছেন মনির।
নিহত নারীর ছেলে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহত নারীর মেয়ে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আরও পড়ুনএসব তথ্য নিশ্চিত করে দুমকি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আজ রোববার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, এ ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে মামলার আবেদন করেছেন। তবে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। আপাতত হত্যা মামলা হচ্ছে। আইনিপ্রক্রিয়া শেষে আটক মনির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।
মন্তব্য করুন