ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জন গ্রেফতার

বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জন গ্রেফতার, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হযেছে। গত ২৪ ঘন্টায় সদর থানা, ফুলবাড়ি ফাঁড়ি ও নারুলি ফাঁড়ির পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার দৈনিক করতোয়াকে জানান, গ্রেফতারকৃতরা হলো, শহরের উত্তর চেলোপাড়ার আেল আমিন, রোহাস ওরফে রনি,তানজিল ও তৌহিদ, মোস্তাক আলী,শাহিন,আমিন, মুজিদ, সেলিম,তোতা, সবুজ বেপারি, হামেদুল, পাইলট ও জুম্মন।

আরও পড়ুন

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কালীতলা রাস্তার মোড়ে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়ার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। হামলায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক আহম্মদ আলী আহত হন। পরে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় ৮-১০ জনের নাম উল্লেখসহ আরও ৪০-৪৫ জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের  করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার