ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আটক
_original_1744890013.jpg)
ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে আটক করা হয়। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া।
গত ৬ এপ্রিল সকাল সাতটার দিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুনশাহে আলম মুরাদের বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।
মন্তব্য করুন