ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এস্কেভেটর এবং দুটি খননযন্ত্র জব্দ

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এস্কেভেটর এবং দুটি খননযন্ত্র জব্দ। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি এস্কেভেটর এবং দুটি খননযন্ত্র জব্দ করা হয়েছে। আজ শনিবার (২৮ জুন) সকালে বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমার নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশসহ যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ বালু বিক্রির কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন এবং দুইটি বালু উত্তোলনের খনন যন্ত্র জব্দ করা হয়েছে।

জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা সেতুর উত্তর-পূর্ব পাশে দীর্ঘদিন ধরেই বাঙালি নদীতে খনন যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তা স্তুপ করা হয়েছিল, যা গত কয়েকদিন ধরেই এস্কেভেটর মেশিন বসিয়ে ট্রাকযোগে বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। সেখানে আজ শনিবার (২৮ জুন) সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি খনন যন্ত্র এবং একটি এস্কেভেটর মেশিন জব্দ করা হয়েছে, যা ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশকিছু প্লাস্টিকের পাইপও অকেজো করা হয়।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান, গাবতলী উপ-সহকারী প্রকৌশলী মো. শামিম ইকবাল, ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা বলেন, বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কারও বিরুদ্ধে কোনও জরিমানা বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত এস্কেভেটর মেশিন এবং খনন যন্ত্র জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করলেন যমুনা সেতু

পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলো দৈনিক করতোয়া

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

গাজীপুরে ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

রবিবার সাদা পাথর লুটের ঘটনায় দায়ের করা রিটের শুনানি