ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

২৫ এপ্রিল জব্বারের বলীখেলার ১১৬তম আসর 

২৫ এপ্রিল জব্বারের বলীখেলার ১১৬তম আসর, ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসবে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার)। প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক লালদীঘির মাঠে এই খেলার আয়োজন করা হবে।আর বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠের আশেপাশে ২৪ এপ্রিল শুরু হবে বৈশাখী মেলা, যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

মেলা কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল বলেন, প্রতি বছরের মতো এবারও ১১, ১২ ও ১৩ বৈশাখ মেলা অনুষ্ঠিত হবে। আর বলীখেলা হবে ২৫ এপ্রিল (১২ বৈশাখ)। সেদিন বিকেল ৪টায় লালদীঘি মাঠে বলীখেলা শুরু হবে।বলীখেলা ও মেলা আয়োজন বিষয়ে বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মহানগর পুলিশের সঙ্গে মেলা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

সভায় বলীখেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে দেশের ঐতিহ্যবাহী এবং আলোচিত এ বৈশাখী মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রগণের সিদ্ধান্ত নেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ২৫ এপ্রিল বলীখেলা ও মেলার সিদ্ধান্ত হয়েছে। তবে সড়ক বন্ধ করে কোনো মেলা করা যাবে না। গাড়ি চলাচলের সুযোগ রেখে মেলার স্টল বা মেলা করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ