রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া প্রহসনের নির্বাচন করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি জবানবন্দী দেন। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে বিএনপি।
আরও পড়ুনমামলার পর ওইদিন সন্ধ্যায় স্থানীয় জনতা সাবেক সিইসি নুরুল হুদাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মন্তব্য করুন