ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪, ১০:৫১ রাত

বগুড়ার সোনাতলায় জনবসতি এলাকায় ইটভাটা, ফসলের ব্যাপক ক্ষতি

বগুড়ার সোনাতলায় জনবসতি এলাকায় ইটভাটা, ফসলের ব্যাপক ক্ষতি, প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় জনবসতি এলাকা ও ফসলের মাঠে স্থাপন করা হয়েছে ইটভাটা। ভাটাগুলোর চিমনির ধোঁয়ায় জমির ফসল নষ্ট হচ্ছে। পাশাপাশি কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। এসব ইটভাটার মালিকদের নেই পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবাসিক এলাকা কৃষি জমি ও সংরক্ষিত এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ থাকলেও সরকারি এই নির্দেশনা উপেক্ষা করে এ উপজেলায় যত্র তত্র গড়ে উঠেছে অনেক ইটভাটা। উপজেলা প্রশাসন ব্যবস্থা না নেয়ায় এসব ইটভাটার মালিকরা তাদের কার্যক্রম অবাধে চালিয়ে যাচ্ছেন।

উপজেলার দিগদাইড় ইউনিয়নের গনিয়ারীকান্দি, জোড়গাছা ইউনিয়নের দিঘলকান্দী, নওদাবগা জনবসতি এলাকায় স্থাপন করা হয়েছে ইটভাটা। এসব ইটভাটার মালিকদের বেশিরভাগ নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।

এমনকি এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর ৮ ধারা অনুযায়ী আবাসিক এলাকা, পৌর এলাকা, কৃষি জমি ও সংরক্ষিত এলাকা, বন, অভয়ারণ্যে ও বাগানের কাছে ইটভাটা স্থাপন নিষিদ্ধ।

কিন্তু এই আইন লঙ্ঘন করে উপজেলার জনবসতি এলাকাগুলোতে ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ইটভাটার মালিক তাদের ইটভাটার আশপাশের জমি ইজারা নিয়ে তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। এসব জমিতে বছরের তিনটি ফসল হতো।

স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটার মালিকরা সরকারি আইন লঙ্ঘন করে জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন করে পরিবেশসহ ফসলের ব্যাপক ক্ষতি করে যাচ্ছেন। এছাড়াও স্থানীয়রা আরও জানান, সৈয়দ আহম্মদ কলেজ-বালুয়া সড়কের পাশে ইটভাটা থাকায় ভাটার জন্য মাটিবাহী ট্রাক্টরের যাওয়া আসা লেগেই থাকে সবসময়। ট্রাক্টর থেকে মাটি পড়ে থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে।

এছাড়াও শুষ্ক মৌসুমে পুরো সড়ক ধুলায় পরিণত হয়। এতে করে পথচারীদের শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, যত্রতত্র ও ফসলি জমিতে ইট ভাটা স্থাপন করায় ফসলি জমি দিন দিন কমে যাচ্ছে। এতে করে এক সময় খাদ্য ঘাটতি দেখা দিতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনবসতিপূর্ণ এলাকায় স্থাপন করা ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ চাহিদাসম্পন্ন নাইছের শিক্ষা জয়ের গল্প | Bogura । Daily Karatoa

রংপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বগুড়ার শাজাহানপুরে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

রংপুর টু ঢাকা প্রতিরক্ষা বাহিনীর বাস সার্ভিসের উদ্বোধন

বদলে যাচ্ছে সিরাজগঞ্জে যমুনার চরের অর্থনীতি

সৈয়দপুরে রেলওয়ের জমিতে বহুতল ভবন  তিনজনের বিরুদ্ধে দুদক’র মামলা