ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:৩১ বিকাল

দাঁড়িয়ে থাকা দুই ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা দুই ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে (৪২) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী ডেলিগেটেড লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার জন্য চেইন দিয়ে বাঁধার সময় চট্টগ্রামগামী অন্য একটি আলুবোঝাই ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বিকল হওয়া ট্রাকের চালক ও উদ্ধারকারী ট্রাকের চালক উভয়ই ঘটনাস্থলে মারা যান। 

আরও পড়ুন

নিহতরা হলেন- শরীয়তপুর সদরের রুদ্রকর গ্রামের গোলাই ঢালীর ছেলে মো. সুলতান ঢালী (৫০)। তিনি বিকল হওয়া ট্রাকের চালক ছিলেন। অপর জন শরীয়তপুর জেলার মো. সুমন মিয়া (৪৪)। তিনি উদ্ধারকারী ট্রাকের চালক ছিলেন। 

ওসি শাহীনুর আলম জানান, আলুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুজন ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। একজনকে হাইওয়ে পুলিশ আটক করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট : নাহিদ ইসলাম

শহীদ রাতুলের ক_ব_র জিয়ারতের মাধ্যমে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই : তারেক রহমান

নির্বাচনে মোট প্রার্থীর ২৫ শতাংশের ঋণ আছে :  টিআইবি

নাটোরের সিংড়ায় কলেজশিক্ষককে গলা কেটে হত্যার জেরে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান