ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

বগুড়ায় ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়েছে 

বগুড়ায় ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়েছে , প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহর ও শহরতলি এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা ঘটছে। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত মানুষ। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেছেন, ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ থেমে নেই। অপরাধ দমনে পুলিশ সক্রিয় রয়েছে। ছোড়া-চাকুবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মাদকাসক্ত অপরাধীদের অভয়ারণ্য। প্রায়ই এই স্পটে প্রতারণা, পকেটমারি, ও যানবাহন থেকে মালামাল টেনে নিয়ে পালিয়ে যাওয়াসহ ছিনতাইয়ের মত ঘটনাও ঘটছে। সাতমাথা এলাকায় এসব অপরাধে বেশি যুক্ত মাদকাসক্ত যুবক ও কিশোর। তাদের হাতে ব্লেট ও চাকু-ছোরাও থাকে। এদিকে, শহরতলির মাটিডালি থেকে লিচুতলা পর্যন্ত ৮ কিলোমিটার দ্বিতীয় বাইপাস সড়ক ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই সড়কের কোথাও না কোথাও দিন বা রাতে ছিনতাই হয় বলে খবর পাওয়া যাচ্ছে।

এরমধ্যে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে জয়বাংলা হাট এলাকায় দুর্বৃত্তরা বালুবোঝাই একটি ট্রাক থামিয়ে ধারালো অস্ত্রের মুখে চালক আমিরুল ইসলামকে জিম্মি করে শহরের ধাওয়াপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে বালু আনলোড করে চালককে নূর আলম সুইট নামে একজনের বাড়িতে আটকে রেখে ট্রাক মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এরপর ওইদিন রাতে সাড়ে ১০টার দিকে নারুলি ফাঁড়ির পুলিশ ট্রাক চালককে উদ্ধার করতে গেলে পুলিশের উপস্থিতিতি টের পেয়ে দুর্বৃত্তরা চালককে ছেড়ে দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হন। পরে এঘটনায়  নূর আলম সুইটসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর একইদিন রাত ১১টার দিকে শহরের চকসুত্রাপুর এলাকায় ছিনতাইকারীরা ইব্রাহীম নামে এক চালককে ছুরিকাঘাত করে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে ইব্রাহীমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গত ৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বনানী-মাটিডালী সড়কে বগুড়া পুলিশ লাইন্সের পাশে মেহেদী হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করে তার সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সেইসাথে এর আগে গত ৬ এপ্রিল রোববার শহরের নাটাইপাড়ায় সড়কে বেরিকেড দিয়ে অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

নারুলী উত্তরপাড়ার একেএম বাছিউল আলম বলেন, ওইদিন ভোর ৪টার দিকে তিনি, তার মেয়ে ও জামাই অটোরিকশায় চেপে শহরের সাতমাথার দিকে যাচ্ছিলেন। এসময় নাটাইপাড়ায় মিতু আইসক্রিম ফ্যাক্টরির কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা সড়কে বেরিকেড দিয়ে তাদের বহনকারী অটোরিকশা থামিয়ে টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

এদিকে শুধু এ সব স্থানেই নয়, বগুড়া শহরের বিভিন্ন স্থানেও প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এরমধ্যে বগুড়া সরকারী আজিজুল হক কলেজের পিছনে শেরে বাংলা নগর, জহুরুল নগর, মালগ্রাম চাপড়পাড়া, বৃন্দাবনপাড়া, উত্তর চেলোপাড়ায় রেল ব্রিজে, মালতিনগর, ভাটকান্দি, ফুলতলা, পুরান বগুড়া, সাবগ্রাম, এলাকায় প্রায়ই ছিনতাই হয় বলে ভুক্তভোগীরা জানান। বিশেষ করে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে সাবগ্রাম থেকে জয়বাংলা হাট এলাকায় রাতে মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা বেশি তৎপর থাকে। মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা চাকু-ছোরার মুখে পথচারী বা যানবাহনের চালক ও যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, তার থানা এলাকায় চুরি-ছিনতাইরোধে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকারীসহ অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি