তীব্র জনবল সংকটে ভুগছে শাজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ১০৯ পদের ৬২টি শূন্য

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : তীব্র জনবল সংকটে ভুগছে বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ হাসপাতালে ১০৯টি পদের মধ্যে শূন্য পড়ে আছে ৬২ পদ। এমন পরিস্থিতিতে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা কার্যক্রম। উপজেলা পর্যায়ের এ হাসপাতালে প্রতিদিন গড়ে স্বাস্থ্য সেবা নেন চার শতাধিক মানুষ। দিন যতই গড়াচ্ছে জনবল সংকট ততই প্রকট হয়ে উঠছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও সমস্যা সমাধানে কোন কূলকিনারা মিলছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মেকানিক, অফিস সহায়ক, আয়া, দারোয়ান, বাবুর্চি, ওয়ার্ড বয়, সুইপার ইত্যাদি পদে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০৯ টি পদ রয়েছে। কিন্তু অবসর, উচ্চ শিক্ষা, বদলি ও অসুস্থতাজনিত কারণে বর্তমানে ৬২ পদই শূন্য রয়েছে।
এর মধ্যে দু’জন চিকিৎসক, ৯ জন নার্স, দু’জন স্বাস্থ্য পরিদর্শক, ২২ জন স্বাস্থ্য সহকারী, একজন স্টোর কিপার, একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, একজন জুনিয়র মেকানিক, তিনজন অফিস সহায়ক, একজন আয়া, দুইজন দারোয়ান, একজন বাবুর্চি, একজন ওয়ার্ড বয় এবং তিনজন সুইপারের পদ শূন্য রয়েছে।
বিশেষ করে স্বাস্থ্য পরিদর্শকের দু’টি পদ, জুনিয়র মেকানিকের একটি পদ, স্টোর কিপারের একটি পদ, অফিস সহকারীর একটি পদ, দারোয়ানের দু’টি পদ পুরোপুরি শূন্য। এছাড়া অফিস সহায়কের চারটি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন, সুইপারের পাঁচটি পদের বিপরীতে কর্মরত আছে মাত্র দু’জন। ফলে হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জনবলের বেশির ভাগ পদ শূন্য থাকায় প্রায় তিন লাখ জনঅধ্যুসিত শাজাহানপুর উপজেলায় সরকারি স্বাস্থ্য সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
আরও পড়ুনশাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, অবসর, উচ্চ শিক্ষা ও বদলিজনিত কারণে জনবল সংকট দেখা দিয়েছে। এর বিপরীতে জনবল নিয়োগ বা পদায়ন করা হয়নি। তবুও জনস্বার্থে সীমিত জনবল দিয়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম সচল রাখা হয়েছে। পাশাপাশি শূন্যপদসমূহে জনবল নিয়োগ বা পদায়নের জন্য বগুড়ার সিভিল সার্জনকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট সম্পর্কে জানেন উল্লেখ করে বগুড়ার সিভিল সার্জন একেএম মোফাখ্খারুল ইসলাম জানান, শূন্য পদসমূহে জনবল নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন