ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

অবরোধের কারণে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়েছে অবরোধকারীরা।  এ ছাড়া কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলেছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। এ ছাড়া অবরোধ সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে চোরাগোপ্তাভাবে পিকেটিং করছে।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ অভিযোগ উঠেছে, রবিবার সকাল ১০টায় ছয় জন সন্ত্রাসী মানিকছড়ির তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে। ঘটনার পর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ইউডিপিএফ সমর্থিত পিসিপি,  হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত’ 

আকাশসীমা লঙ্ঘন, রুশ ড্রোন ধ্বংস করল পোল্যান্ড

বিশ্বকাপ বাছাইপর্বে লজ্জার রেকর্ড ব্রাজিলের

জন্মভূমি নেপাল নিয়ে উৎকণ্ঠায় মনীষা কৈরালা

হামলার আগাম বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার কাতারের

এমবাপের রেকর্ড গড়া রাতে জয় ফ্রান্সের