বগুড়ায় বন্ধ হওয়া সেলিম হোটেল চালুর দাবিতে মানববন্ধন

বগুড়ার বন্ধ হওয়া সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্ট অবিলম্বে চালুর দাবিতে আজ বুধবার (৯ এপ্রিল) সকালে শহরের সাতমাথায় বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি সাদেক আলী সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মুহা. আব্দুল মোমিন মন্ডলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বন্ধ সেলিম হোটেল শ্রমিক-কর্মচারীদের ওপর হামলা নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং বগুড়ার হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া, সহ-সভাপতি সমেজ উদ্দিন. জালাল উদ্দিন বাবুর্চি, আজিজুল, নজরুল ইসলাম, উজ্জল মিয়া, জাহিদ হাসান, মইদুল ইসলাম, নুরুন্নবী, মামুন ইসলাম, শহিদুল ইসলাম, মইনুদ্দিন, এরশাদ হোসেন বাবু, আব্দুল লতিফ শেখ।
আরও বক্তব্য রাখেন বন্ধ সেলিম হোটেলের নির্যাতিত শ্রমিক আলহাজ্ব রাজু ম্যানেজার, আলহাজ্ব ফারুক মিয়া, বাবু মিয়া ম্যানেজার, সিনিয়র শ্রমিক সাজু মোল্লা, মাসুদ, আনারুল, শাহজাহান, হোসেন, সাইফুল প্রমুখ।
আরও পড়ুনবক্তারা, গত ৫ এপ্রিল বগুড়া শহরের ১নং রেলঘুমটিস্থ সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক মাহাফুজের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে সম্পূর্ণ চালু হোটেল সন্ত্রাসী কায়দায় বন্ধ করে দেওয়া ও হোটেল মালিক ও কর্মরত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে হোটেল থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানান।
এছাড়াও দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি এবং অবিলম্বে সেলিম হোটেল চালুসহ হোটেল বন্ধকালীন শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া ও ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানানো হয়।
মন্তব্য করুন