ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে যুবককে হত্যা

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে যুবককে হত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী নতুনপাড়া গ্রামে। নিহত কাবিল হোসেন ওই গ্রামের শাজাহান আলীর ছেলে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাবিলের মৃতদেহ পেয়েছে পরিবার।

নিহতের স্ত্রী শাপলা খাতুন বলেন, গতকাল সোমবার বিকেলে মেলায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাত ১০টার দিকে বাড়িতে না আসায় তাকে মোবাইলে সন্তানদের ওষুধ নিয়ে আসার জন্য বলা হয়। কিন্ত রাতে আর বাড়িতে ফিরেননি। সকাল ৮টার দিকে খবর পায় হাসপাতালে তার মৃতদেহ রাখা আছে। পরে জানতে পারি রাত ৩টার দিকে ফুফু শাশুড়ির ছেলে সজিব তাকে হাসপাতালে নিয়ে এসেছিল।

সে মারা যাওয়ায় তাকে রেখে সজিব পালিয়ে যায়। তিনি আরও বলেন, গত প্রায় সাত মাস আগে সজীবের ভাবীর মোবাইলে ভুলক্রমে একটি ‘নাইস’ লেখা এসএমএস যায় আমার স্বামীর মোবাইল থেকে। সে ঘটনায় আমার স্বামী ভুল স্বীকারও করেছে।

আরও পড়ুন

এই ঘটনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে পরকীয়ার জেরে কাবিলকে হত্যা করেছে প্রেমিকার পরিবার, হত্যাকারীদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আসামি ধরার জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানের মন্তব্যের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ প্রকাশ পাছে নিলয়-প্রিয়ার ‘তুমি আমি রাজি’

স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ  

ধ্রুব’ থেকে আজ প্রকাশ পাচ্ছে জয়ের ‘ফিরবে না’

মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ