ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১

ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী সন্দেহভাজন একটি নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে ১১ জন। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে ক্যারিবীয় সাগরে সংঘটিত এ হামলার সাদা-কালো আকাশপথের ফুটেজ ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশ করেন। তিনি দাবি করেন, নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়ার’ সদস্য। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই হামলায় ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। হতাহত হয়নি কোনো মার্কিন সেনা। যে কেউ আমেরিকায় মাদক ঢোকানোর চেষ্টা করবে, সাবধান।’

মঙ্গলবার বিকেলে ওভাল অফিসে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে হঠাৎ করেই ট্রাম্প এ হামলার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, হামলার সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হামলাটি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ঘটেছে। তবে সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

মার্কিন প্রশাসনের দাবি, নৌকাটিতে থাকা ব্যক্তিরা আন্তর্জাতিক জলসীমা দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে মাদক পরিবহন করছিল। তাদের ‘নার্কোটেররিস্ট’ বা মাদকসন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। হামলাটি ট্রাম্প প্রশাসনের ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির পর প্রথম বড় আক্রমণ। বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন সেখানে মোতায়েন রয়েছে, যেখানে আছেন প্রায় ৪ হাজার ৫০০ সেনা ও মেরিন। ভেনেজুয়েলার সাথে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে এই মোতায়েনের ফলে উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে মাদুরো ইতোমধ্যেই উপকূলে সামরিক সম্পদ বৃদ্ধি করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত পলাতক

বগুড়ার গাবতলীতে লন্ডন প্রবাসীর বাসায় ডাকাতি

সীতাকুণ্ডে স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে স্ত্রী'র সংবাদ সম্মেলন

পিকআপ থেকে টিকটক তারকাসহ চারজনের মরদেহ উদ্ধার

হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান