সারাদেশে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৯

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।তিনি জানান, সোমবার সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ) ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেলে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছিলো।
এদিন সকাল থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই বিক্ষোভে নামেন। এসব বিক্ষোভ থেকে “মব” সৃষ্টি করে দেশের কয়েকটি স্থানে বাটা, কেএফসি, পিৎজা হাট, ইউনিমার্ট, ডমিনোজ পিৎজার দোকানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সিলেটে কেএফসির একটি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। কক্সবাজারে কেএফসি, পিৎজা হাট ও পানসি ভাঙচুর করেছে। কক্সবাজারে কেএফসি, পিৎজা হাট ও পানসি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া বগুড়ায় বাটার একটি শোরুমে ভাঙচুর করেছে তৌহিদি জনতার ব্যানারে কিছু সংখ্যক বিক্ষোভকারী। চট্টগ্রামে কেএফসি ও পিৎজা হাট রেস্টুরেন্টেও ভাঙচুর করা হয়। এছাড়া গাজীপুরে বাটার একটি শোরুমের সামনে ভাঙচুর চালানো হয়েছিলো।
বগুড়ায় বাটা শোরুমে ভাঙচুর। ছবি: সংগৃহীত ।
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষুব্ধ জনতা সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করে। এরপর একে একে বাটার বিভিন্ন শোরুম, ইউনিমার্ট ও বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকার বেশিরভাগ ব্যবসা প্রতিতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় একদল তরুণ কেএফসি, পিৎজা হাট ও পানসি ভাঙচুর করে।বিক্ষোভের মধ্যে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বাটা জুতার শোরুমে ভাঙচুর চালায় “তৌহিদি জনতা”।বিক্ষোভকারীরা সাতমাথার বাটা শোরুমে ইট-পাথর ছুঁড়ে মারে।গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাটা জুতোর শোরুমের সামনে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।
স্থানীয়রা জানিয়েছিলো, বিকেল সাড়ে ৩টার দিকে বোর্ডবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাটা শোরুমসহ বিভিন্ন দোকানের সামনে বিলবোর্ড-ব্যানার ভাঙচুর করে জনতা। পুলিশ জানায়, ইসরায়েলি পণ্য আছে এমন দাবি করে দোকান ভাঙচুর করা হয়েছে।বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামে জিইসি মোড়ে কেএফসি ও পিৎজা হাট রেস্টুরেন্টে ভাঙচুরের করা হয়। খবর পেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন