ওমর গুল হচ্ছেন টাইগারদের পেস বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক : আগামী মে মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে উমর গুলকে দেখা যেতে পারে নতুন পেস বোলিং কোচ হিসেবে। সেভাবেই পেস বোলিং কোচ নিয়োগের কাজ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাকিস্তান থেকে উমর গুলের ঘনিষ্ঠ একজন ফোনে ঢাকার এক গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে গুলকে। এই প্রস্তাবে রাজিও হয়েছেন তিনি। গুল বিসিবি’র কাছে চুক্তির শর্তাবলি চেয়েছেন বলে জানায় ওই সূত্র। সব মিলে গেলে গুলই হতে পারেন পেস বোলিং কোচ।
অ্যাডামসের পারফরম্যান্সে খুশি নয় বিসিবি। এ কারণে তাকে বিদায় দিয়ে দীর্ঘমেয়াদে গুলকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি চূড়ান্ত করতে। প্রধান কোচ ফিল সিমন্সেরও মতামত নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রধান কোচের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে।
আরও পড়ুনপেস বোলিং কোচ হিসেবে গুলকে প্রধান কোচেরও পছন্দ। খেলা ছাড়ার পর কোচিংকে পেশা বেছে নেন পাকিস্তানি এ ফাস্ট বোলার। ২০২২ সালে আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তান দলের অন্তর্বর্তী পেস বোলিং কোচ করা হয় তাকে। বর্তমানে পাকিস্তান ‘এ’ দলের কোচ হিসেবে কাজ করছেন ৪২ বছর বয়সী গুল।
৪৭টি টেস্ট, ১৩০ ওয়ানডে আর ৬০ টি২০ ম্যাচ খেলা সাবেক এ ফাস্ট বোলারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। গুলের সঙ্গে জাতীয় দলের সাবেক দুই পেস বোলিং কোচ অটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের নামও আলোচনায় ছিল।
মন্তব্য করুন