ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরে জরুরি সেবা প্রদান অব্যাহত

দিনাজপুরে জরুরি সেবা প্রদান অব্যাহত

দিনাজপুর জেলা প্রতিনিধি : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালকের নির্দেশনা মোতাবেক দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এটিএম নজমূল হুদা এবং সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা মো. জাকিরুল ইসলাম, সহকারী পরিচালক (সিসি) ডা. রেজাউল হক এর সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুর সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ১৩টি উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদ উল ফিতরের ছুটিকালীন সময়ে সকল জরুরি সেবা অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার সহকারী পরিচালক (সিসি) ডা. রেজাউল হক জানান, গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদ উল ফিতরের ছুটিকালীন সময়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র দিনাজপুরসহ ১৩টি উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবাকেন্দ্রের প্রসব পূর্ব সেবা ও প্রসব পরবর্তী সেবাসহ ৪০জন গর্ভবতী মা দের স্বাভাবিক ডেলিভারী সম্পাদিত হয়েছে।

আরও পড়ুন

এছাড়াও স্বাভাবিক ডেলিভারীর জন্য গর্ভবতী মা কয়েকজন ভর্তি রয়েছেন। তিনি আরও জানান গত ২ এপ্রিল মা ও শিশু কল্যাণ কেন্দ্র বালুবাড়ীস্থ রাত ১০টায় স্বাভাবিক ডেলিভারীর মাধ্যমে ফুলবাড়ী উপজেলা থেকে আগত একজন গর্ভবতী মা জমজ দুইটি সন্তান প্রসব করেছে। বর্তমানে মা ও শিশু উভয় সুস্থ আছেন। মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ জেলার সকল সেবাকেন্দ্রে ঈদের ছুটি চলাকালীন সময়ে আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সেবা গ্রহীতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে যেতে পারল না বাংলাদেশ

ডাকসু নির্বাচন: ১৫ অভিযোগের জবাব দিয়েছে কমিশন, তদন্তে মূল ফোকাস ব্যালট পেপার ইস্যু

জয়ের জন্য বাংলাদেশ পেলো ১৩৬ রানের লক্ষ্য