ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ২৩১ বোতল ফেনসিডিল আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ২৩১ বোতল ফেনসিডিল আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের কালুপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি অভিযান চালিয়ে ২৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া বিজিবি পৃথক অভিযান চালিয়ে উপজেলার বস্তাবর সীমান্ত এলাকা থেবে ২৬০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কালুপাড়া বিওপির কমান্ডার সুবেদার মো.আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ২৬০/১০ এর অভ্যন্তরে আলতাদিঘী গ্রামের মাঠে ধান ক্ষেতে অভিযান চালায়। অভিযানে মালিক বিহীন অবস্থায় ২৩১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

অপরদিকে আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোরে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. ইয়াদ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ২৬৮ এর অভ্যন্তরে দক্ষিণ চকযাদু টিএন্ডটি এলাকায় অভিযান চালিয়ে ২৬০ পিস ট্যাপেন্টাডলসহ দুই চোরাকারবারিকে আটক করে।

আরও পড়ুন

আটককৃতরা হলেন ওই এলাকার মৃত খাতের আলীর ছেলে মো.আনোয়ার হোসেন (৬০) এবং উপজেলার উদয়শ্রী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (২৯)। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন সিলিং ফ্যানের?

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ মুগ্ধতা ছড়ালেন রেহান

এই মুহূর্তে জনগণের ঐক্য জরুরি : তারেক রহমানের

পিরোজপুরে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালালেন পরীক্ষার্থী

বগুড়া আদমদীঘিতে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে রাস্তায় কাঁচা মরিচ ছিটিয়ে চাষীদের অবরোধ-বিক্ষোভ